****** এখানে দেশি বিদেশী ঔষুধ পাওয়া যায় ******

যোগাযোগ করুন, প্রোপ্রাইটর মোঃ মিজানুর রহমান, মোবাইল নাম্বার : ০১৭১৭০৩০৯৬১

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

কলোজিরার তেল কি উপকার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়?


১. মাথায় যন্ত্রণা : কাঁচা সর্দি হয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে। এ ক্ষেত্রে কালোজিরা (Blackjack) পুঁটলিতে বেঁধে শুঁকতে হবে। তবে পুঁটলিতে নেয়ার আগে তা রগড়ে নিতে হবে। তাতে গন্ধ বের হয় এবং উপকার হয়। তা ছাড়া সির্কাতে ভিজিয়ে শুঁকলেও মাথাব্যথা সারে।
২. চুলকানি : কালোজিরা ভাজা তেল (oil) গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়। এতে ১০০ গ্রাম সরষের তেলে (oil) ২৫-৩০ গ্রাম কালোজিরা ভেজে সে তেল (oil)  ছেঁকে নিয়ে ব্যবহার করতে হয়।
৩.গলা ফোলা : সর্দি-কাসির দোষে গ্লান্ড ফুলেছে, সে ক্ষেত্রে কালোজিরা, চাল পোড়া, মুসাববর সমান পরিমাণে নিয়ে বেটে প্রলেপ দিলে এক দিনের মধ্যে ফোলা ও ব্যথা উভয়ই উপশম হয়।
৪. দাঁতের ব্যথা : গরম পানিতে কালোজিরা (Blackjack) নিয়ে তা দিয়ে কুলি করলে দাঁতের ব্যথার উপশম হয়।
৫. নতুন চুল গজানো (hair growth) : কালোজিরা (Blackjack) বেটে নিয়ে মাথায় অনেক দিন ধরে মালিশ করলে নতুন চুল গজায়।
৬. সন্তান প্রসব : কালোজিরা পানিতে সিদ্ধ করে খেলে সন্তানের প্রসব তাড়াতাড়ি হয়।
৭. কৃমি : ভিনেগারে ভিজিয়ে কালোজিরা খেলে কৃমি নষ্ট হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন